প্রদীপ শীল,রাউজান
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতি চারণে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইজ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, মুক্তিযোদ্ধ বাদল পালিত, মুক্তিযোদ্ধা সাধন পালিত সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাউজান শিল্পকলা একাডেমির শিল্পীর গান ও নৃত্য পরিবেশন করেন।