প্রদীপ শীল, রাউজানঃ
মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যককেন্দ্রর প্রসব করাই সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুন সকালে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অসীত দশী চাকমা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও পায়াক্ট এবং আদ্রিতা ভিজ্যুয়ালের সহযোগীতায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, রাউজান থানার এস আই সাব্বির, ডা. শর্মিলা বড়ুয়া, ডা. নিউটন ঘোষষ প্রমুখ। কর্মশালায় গর্ভা অবস্থায় প্রসূতি মায়ের নিয়মিত ডাক্তার চেকআপ, উন্নত খাওয়ার ও যত্নবান হলে মৃত্যুর ঝুঁকি থাকে না বলে জানানো হয়। প্রধান অতিথি রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অসীত দশী চাকমা বলেন, গর্ভবতি মায়ের প্রতি অবহেলা করলে মা ও সন্তানে ক্ষতি হতে পারে। সরকার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এনেছে। এক সন্তান প্রসব ইউনিয়ন পর্যায়ে হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন বলেন, সন্তান প্রসবের জন্য রাউজান উপজেলা স্বাস্থ কমপ্লেক্স যুগোউপযুগি রয়েছে। ঘরে ডেলিভারি অত্যান্ত ঝুঁকিপূর্ণ।