প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জোনায়েদ কবির সোহাগ। বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নরুল আলম দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ ফজলে করিম চৌধুরী টেলি কনফারেন্সের বক্তব্যে বলেন, এদেশকে মেধা শূন্য করতে সেদিন রায়ের বাজারে ৫১ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে এদেশ উন্নত দেশে শিকড়ে উপনীত। দেশকে একটি অকার্যকর দেশে পরিনত করতে পাকিস্তানি দোষর ও মৌলবাদীরা চেষ্টা করে গেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য নেতৃত্বের কারণে তাহা সম্ভব হয়নি। আবারো বিজয়ের মাসে জঙ্গী ও মৌলবাদীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করার দৃষ্টতা দেখিয়েছে। তাদের প্রতিরোধ করতে হবে।