1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

রাউজান নার্স কোয়াটারে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার দুই চোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৮৮ Time View

প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পের নার্স কোয়াটারে নার্স মনোয়ারা বেগমের বাসার তালা লোহার বস্তু দিয়ে খুলে গতকাল দুপুরে তিন চোর প্রবেশ করে। জানা যায়, গতকাল ২৮ মার্চ দুপুর দেড়টায় নার্স মনোয়ারা বেগম হাসপাতালের ডিউটি করছিল। ডিউটি শেষে বাসা গিয়ে দেখেন দরজার তালা খোলা। বাসার ভেতরে প্রবেশ করে দেখেন অপরিচিত তিন যুবক। তিনি তাদের দেখতে শোর চিৎকার করলে হাসপাতালের আঙ্গিনায় ও গেইটের বাহিরে থাকা লোকজন দৌড়ে গিয়ে দুই চোরকে আটক করে। এসময় লোকমান নামের এক চোর কৌশলে পালিয়ে যায়। জনতা দুই চোরকে ধরে গনপিটুনি দেয়। জনতার গনপিটুনিতে দুই চোর আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার গনপিটুনিতে আহত দুই চোরকে আহতবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বলে জানান রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পের জরুরি বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক জুবায়ের বলেন, দুপুরে নার্স কোয়াটার চুরি করতে গিয়ে দুই চোরকে স্থানীয় জনতা আটক করে তাদের গনপিটুনি দেয়। জনতার গনপিটুনিতে আহত দুই চোরকে আহতবস্থায় রাউজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক দুই চোর হলেন চন্দনাইশ উপজেলা খাগরিয়া এলাকার আবদুল আলমের পুত্র মফিজ (৩০) ও একই এলাকার মৃত মনির আহম্মদের পুত্র মোঃ রানা (৩১) । চুরির প্রচেষ্টায় দুজনের বিরুদ্ধে রাউজানি থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান রাউজান থানা পুলিশ। উল্লেখ্য, গত এক মাস আগে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মহিলা নার্স কোয়াটারে চুরি ঘটনায় তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। এই চুরি ঘটনাটি গনপিঠুনির শিকার চোরের দল করেছিল বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com