প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৫২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৭৩৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন বুধবার রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে বেলা ১১ টায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এই বাজেট ঘোষণা করেন। পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৫২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৭৩৯ টাকা। উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫৭ লক্ষ ৫৭ হাজার ৯২৬ টাকা। পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার। উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৭০ লক্ষ টাকা। রাজস্ব খাতে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৫ কোটি ২৪ লক্ষ ১৮ হাজার ৭৩৯ হাজার টাকা। বাজেট বক্তব্যে মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, বাজেটে পৌরসভার জনকল্যাণ সাধন, নাগরিক সুবিধা ও উন্নয়ন কাজসহ প্রশাসনিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভাকে সেবার কার্যালয় উল্লেখ করে বলেন, আগামী এক বছরের মধ্যে পৌর এলাকাকে আমূল পরিবর্তন আনা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, খেলাধূলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে মসজিদ ও মন্দিরের ইমাম ও পুরোহিতদের ভাতার আওলতায় আনা হবে। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, প্যানেল মেয়র বশিল উদ্দিন খান, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, জানে আলম জনি, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, শওকত হাসাস চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জেবুর নেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি, সাংবাদিক প্রদীপ শীল, ব্যবসায়ী সৈয়দ হোসেন কোম্পানী, আবু জাফর সিদ্দিকী, মাওলানা এম এ মতিন, শিক্ষক কাঞ্চান কুমার বিশ্বাস, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ওসমান গণি রানাসহ অন্যান্য হিসাব রক্ষণ কর্মকর্তা, উপ সহকারী প্রকৌশলী, প্রধান সহকারী, সাংবাদিক, শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, মসজিদের ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।