প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুক্ত হচ্ছে আরো শতাধিক ময়লা ফেলার ডাসবিন। পৌরসভা এলাকাকে ক্লিন পৌরসভা গড়ে তুলতে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। গতকাল ৭জুন সোমবার সকালে হাট বাজার ও পথ প্রান্তরে ময়লার ডাসবিন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার প্রমুখ। জানা যায়, পৌরসভার দায়িত্ব নেওয়ার পর মেয়র জমির উদ্দিন পারভেজ পৌরসভার ২৪৪ বর্গফুট আয়তনের এলাকাকে পরিচ্ছন্ন পৌরসভা ঘোষনা করেছেন। সেলক্ষ্যে পৌরবাসীকে নিদিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার অনুরোধ জানিয়ে প্রচারণা চালান। পৌরসভায় নিয়োগ দেওয়া হয় পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী। ছোট বড় হাট বাজার গুলোতে বসানো হয়েছে বড় আকৃতির ময়লার ডাসবিন। এখন সড়কের মোড়ে মোড়ে ও বাসাবাড়ির আঙ্গিনায় দেওয়া হচ্ছে মাঝারি সাইজের ডাসবিন। ড্সবিন বসানোর কার্যক্রম উদ্বোধন শেষে জলিল নগর বাস ষ্টেশন এলাকায় বিকালে অভিযান করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় তিনি সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দিষ্ট দিষ্ট স্থানে গাড়ি পাকিং ও ফুটপাট দখল নিয়ে যত্র তত্র বাজার বসানো অস্থায়ী দোকান অপসারণ করেন। এসময় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভা এলাকাকে ক্লিন শহরে পরিনত করা হবে। বর্ষা মৌসুমে পানি নিস্কাসন সচল রাখতে আমরা নালা পরিস্কার সম্পন্ন করেছি।