1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

রাউজান পৌর এলাকায় সরকারী জায়গা উদ্ধারঃ ৩২টি গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রী পাকা বাড়ি

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের করিম নগর এলাকায় অর্ধ কোটি টাকার সরকারী জায়গা উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

২ জুন বুধবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জবর দখলকৃত প্রায় এক একর জায়গা উদ্ধার করেন তিনি। জানা যায়, উদ্ধার হওয়া সরকারী খাঁস জায়গায় রাউজানের গৃহহীন ৩২টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ পাকা বাড়ি তৈরী করে দিবেন।

সরকারী জায়গা উদ্ধার প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানান, দীর্ঘদিন সরকারী ভূমি দখল করে কেউ মুরগীর র্ফাম ও ঘর বানিয়ে বসবান করছিল। এ গুলোর উচ্ছেদ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গরীব ও ভূমিহীন কেউ থাকলে তাদেরকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেওয়া হবে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন ও পুলিশ আনসার বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com