প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। শনিবার থেকে মৎস্য সপ্তাহের সূচনায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষে এলাকায় মাইকিং করে প্রচারণা চালিয়েছে। ২৯ অগাস্ট রোববার রাউজান পিংক সিটির লেকের জলাশয়ে মাছ ছাড়ার মধ্যদিয়ে মাছ অবমুক্ত করার কর্মসূচি পালিত হয়েছে। পিংক সিটি লেকে মাছ অবমুক্ত করার এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর। মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এসি ল্যাণ্ড অতিশ দর্শী চাকমা।