প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়েপ তোলার লক্ষ্যে পৌর সদরের বিভিন্ন মার্কেট, বাসাবাড়িতে ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ( ২৩ জুন) বিকালে রাউজান পৌরসভা মাঠে এই ডাস্টবিন বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন তরুণ আ.লীগ নেতা ও এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী। রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যালেন মেয়র বশির উদ্দিন খাঁন, এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, জানে আলম জনি, শওকত হাসান, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জান্নতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, যুবলীগ নেতা যুবলীগ নেতা আবু ছালেক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। ও এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী বলেন, পৌরসভার সেবা মূলক কর্মকান্ডে অল্প সময় প্রশংশিত হয়েছেন মেয়র জমির উদ্দিন পারভেজ। রাজনীতিতে নেতা হয়ে উন্নয়ন মূলক ও মানবিক কর্মকান্ড করার নাম জনসেবা। আমরা সবাই স্বস্ব ক্ষেত্রে সমর্থ্য অনুযায়ী কাজ করলে রাজনীতির মন মানষিকতা অনেক দুর এগিয়ে যাবে।