নিজস্ব প্রতিনিধি,লোহাগাড়া:
লোহাগাড়ায় এম.আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: এম.অাজিজ এর উদ্যোগে ও পৃষ্টপোষকতায় ফুটবল প্রিমিয়ার লীগ ২০২০ এর ফাইনাল সম্পন্ন হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার বিকলে ৫টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লোহাগাড়া মোহামেডান বনাম মুক্তিযোদ্ধা একাদশ ।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি অাহমদ বীর বিক্রম স্টেডিয়ামের প্রতিষ্ঠাতা ও লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় বটতলী শহর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অাওয়ামী লীগনেতা এইচএম গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা অাওয়ামী যুবলীগের অাহবায়ক,বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য মো: জহির উদ্দিন,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে সামশুল আলম, খেলার অায়োজক মেসার্স এম. আজিজ এন্টারপ্রাইজের সত্বাধিকারী শিল্পপতি এম.এ আজিজ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি ও বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান,লোহাগাড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো: নাছির উদ্দিন মেম্বার, ডায়মন্ড সিমেন্ট লি: এর ডিজিএম আব্দুর রহিম, এজিএম কামরুজ্জামান,এনজিএস সিমেন্ট লি: এর ডিজিএম রুপন বড়ুয়া, সিনিয়র এক্সিকিউটিভ মো. রিদওয়ানুল হক, নান্টু সিকদার,লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল,প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক রায়হান সিকদার, মাস্টার মনছুর আলম, মাস্টার নাছির উদ্দিন, মো. ইফতেখার আজম টুটুল, মোজাফ্ফর আহমদ, জিয়াউর রহমান, মো. তফসির উদ্দিনসহ হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। জিপিএইচ ইস্পাত লি: ও এনজিএস সিমেন্ট ইন্ডা: লি: এর সার্বিক সহযোগিতায় ও মেসার্স এম.আজিজ এন্টারপ্রাইজের সৌজন্যে টুর্ণামেন্ট পরিচালিত হয়।
৯০ মিনিটের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরে ট্রাইবেকারে মুক্তিযোদ্ধা একাদশ জয়লাভ করেন। খেলা শেষে বিজয়ী দল মুক্তিযোদ্ধা একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও অপরদল লোহাগাড়া মোহামেডান একাদশকে রানার্সঅাপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।