পটিয়া প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে পটিয়া শাপলা কুড়ি আসরের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, চারা বিতরণ, আলোচনা সভা ও এতিমদের মাঝে তাবরুক বিতরণ করা হয়েছে।
গত শনিবার সংগঠনের কার্যলয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পটিয়া বঙ্গবন্ধু পরিষদ সভাপতি স্বপন কান্তি বড়–য়া, সাধারন সম্পাদক আইযুব বাবুল, সহ-সভাপতি প্রবন্ধিক নেছার আহমদ, এম নাছির উদ্দিন, ফরিদ আহমদ, সামশুল আলম বিকম, ইঞ্জি: নুরুল আলম, ব্যাংকার আমির হোসেন, নুরুল ইসলাম, রাজীব দাশ, এসএম রওশনগীর আমিরী,
কামরুল হাসান বাবু, খালেকুজ্জমান আমিরী, শাপলা কুড়ি আসরের সভাপতি আবদুল করিম, সহ-সভাপতি জেএ রুবেল, শিক্ষক নাঈম উদ্দিন, নয়ন দে, আবুল কাশেম, শাহ আলম রুবেল, আকরাম হোসেন, নাবিদুল ইসলাম সাকিব, নজরুল ইসলাম আবির, সুরাজ মিজা, রাসেল সেন, রাজু, আকাশ, আবছার, জয় চৌধূরী।
পরে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।