1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

সমুদ্র সৈকতে সম্পন্ন হলো দোহাজারী উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের মিলন মেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ১৫৯ Time View

“দল বেঁধে সব মিলবো মোরা, প্রাণের ভেলায় আয়রে তোরা” এমন প্রতিপাদ্য নিয়ে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে গত শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রায় শতাধিক ৯৯ ব্যাচের সহপাঠিরা এ মিলন মেলায় অংশ গ্রহণ করেন। আয়োজনের মধ্যে ছিল, আলোচনা ও পরিচিতি পর্ব, রাইফেল ড্র, ভোজপর্ব, সাগরে স্নান, খেলাধুলা, কৌতুক, আবৃত্তি, এমনকি ৯৯ ব্যাচের বন্ধুদের কন্ঠে মনোজ্ঞ গান পরিবেশন ইত্যাদি। যাদের উদ্দোগে ৯৯ ব্যাচের মিলন মেলা সম্পন্ন হয়েছে তারা হলেন, রাশেদ খান মেনন, জহির উদ্দীন সোহেল, ফারুক, এসএম পহর উদ্দীন, নাহিদ, খোকন, হারুন, জসিম, শাহ এমরান,ইউছুপ, জাহাঙ্গীর, শাহাজাহান, আজম প্রমুখ। প্রতিবছর দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের মিলন মেলার আয়োজন করা হয়। যাতে এ মিলন মেলার ধারাবাহিকতা বর্জায় থাকে এবং সকলেই এই বনভোজন অংশ গ্রহণ করে বন্ধুত্বের এই মিল বন্ধন অটুট রাখেন এটা ছিল সকলের মুখে। লেখক: এসএম রাশেদ, ৯৯ ব্যাচ, দোহাজারী উচ্চ বিদ্যালয়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com