সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে ৭ রাইস মিলকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
(২ জুন) বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় তার সাথে সাতকানিয়া থানার পুলিশ টিম উপস্থিত ছিলেন। অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে উপজেলার শাহ জালাল অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, মৌলভীর দোকানের মামাভাগিনা অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা,
নিউ ছৈয়দ মক্কি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, কেরানীহাট বাজারের শাহ মজিদিয়া অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা, ও বাজালিয়া ইউনিয়নের জান্নাত আরা অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা এবং আরাফাত অটো রাইস মিলকে ২০ হাজার টাকা এবং মুহাম্মদিয়া অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।