চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল(সাঃ)হযরত গাউছুল আজম শাহ্ছুফী সৈয়দ গোলামুর রহমান আলহাচানী আল মাইজভান্ডারী (কঃ) প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার (আগামী ১৪ অক্টোবর)
১৫৯ তম পবিত্র খোজরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি সভা ৬ অক্টোবর গাউছিয়া রহমান মঞ্জিলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন,ত্বরিকত ফেডারেশরনের যুগ্ন- মহা সচিব সৈয়দ তৈয়বুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এস এম আলমগীর, ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল ইসলাম, হাইওয়ে ইনচার্জ মেক্তার হোসেন, শাহাজাদা সৈয়দ সাহাদাত উদ্দিন, সৈয়দ নজরুল হুদা,সৈয়দ নাজিম উদ্দিন, সৈয়দ শামসুল আরেফিন, সৈয়দ তাজুল ইসলাম বক্তব্য রাখেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন,ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, এসকান্দর, আবদুল হালিম সুজন,মঞ্জিলের ব্যবস্থাপক মোঃ কামাল উদ্দিন প্রমুখ।
সভায় পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে সকল ভক্তদের সরকারী নির্দেশনা মতে স্বাস্থ্য বিধি মেনে আসার আহবান জানান। খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্টু ভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।