রফিকুল আলম
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছর ব্যাপী অসহায় ও দরিদ্র পরিবারকে পাকা বাড়ি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার(৩জুন) চট্টগ্রামের উপজেলার ভূজপুর ইইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোশাররফের পরিবারকে ৬কক্ষ বিশিষ্ট নতুন পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, মাওলানা আবুল হোসেন,মাওলানা ওসমান, ইউপি সদস্য মোঃ লোকমান প্রমুখ। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফেজ সেলিম মাহমুদ বলেন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হতদরিদ্র এতিম পরিবারকে পরিপূর্ণ বাসস্থান গড়ে দেওয়ার লক্ষ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহানের তত্ত্বাবধানে ইতিমধ্যে ১৬টি পাকা বাড়ির চাবি হস্তান্তর করেছি আমরা।
আরো কয়েকটি বাড়ি নির্মাণাধীন রয়েছে। আজ যে বাড়ির চাবি আমরা তুলে দিয়েছি সেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭লক্ষ ৫০হাজার টাকা।