1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

স্বাস্থ্য বিধি মেনে অফিস আদালত, আপাততে সাধারণ ছুটির সময় বাড়ছে না

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪২১ Time View

কোভিড-১৯ করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে সাধারণ ছুটি আর বাড়ছে না আগামী ৩১ মে থেকে ১৫ জুন র্পযন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে অফিস আদালতের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বয়স্ক এবং র্গভবতী নারীরা এর আওতামুক্ত থাকবেন। আজ বুধবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসনে সাংবাদিকদরে এই তথ্য জানান।
তিনি বলনে, এ সময়ে সবাইকে স্বাস্থ্য মেনে অফিস -আদালতে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। তবে বয়স্ক এবং র্গভবতী নারীদের অফিসে আসতে হবে না। সেই সঙ্গে গণপরবিহনও চলবেনা। স্কুল, কলজে ১৫ জুন র্পযন্ত আপাতত বন্ধ থাকবে।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেওয়ার জন্য আসতে হবে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসনে জানান, ইতোমধ্যইে নির্দেশনায় প্রধানমন্ত্রীর সাইন হয়েছে। কাল বৃহস্পতবিার সকালে প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ২৬ র্মাচ থেকে সাত দফা ছুটি বাড়ানোর পর র্সবশষে সাধারণ ছুটি ৩০ মে র্পযন্ত ঘোষণা করা আছে। এবার ঈদের মধ্যেই পড়েছে টানা ৬৭ দিনের এই ছুটি সোমবার ঈদ উদযাপন ও পরে সপ্তাহিক ছুটি শেষে আগে ঘোষণা অনুযায়ী ৩১ মে রোববার অফিস খোলা থাকার কথা।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com