প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২০জুন রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যােগে উপজেলা পরিষদ চত্তরে দুইটি আমের চারা রোপনের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পরে রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরুর ব্যবস্থাপনায় হাফেজ বজলুর রহমান সড়কে ফলজ গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন সাংসদ ফজলে করিম। হাফেজ বজলুর রহমান সড়কের অংশ বিশেষ, রাউজান সদর ইউনিয়নের প্রবেশ পথ হাজী পাড়া দরবার শরীফ হতে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেরর চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা, ওসি আবদুল্লাহ আল হারুণ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহা আলম চৌধুরী, কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আলম, উপজেলা যুবলীগ নেতা সারজু মোহাম্মাদ নাছের, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা মাকসুদ আলম, এনামুল হক সহ ইউনিয়ন পরিষদের সদস্যগন। পরে সাংসদ রাউজান ইউনিয়ন পরিষদ আয়োজিত প্রতিজন হতদরিদ্রকে প্রধানমন্ত্রী কর্তৃক ৫ শত টাকা বিতরণ করেন। প্রায় চার শত জনকে এই টাকা বিতরণ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।