পটিয়া প্রতিনিধি:
পটিয়ায় পৌরসভা ৩নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল গুয়াদণ্ডী এলাকায় একটা বিচারাধীন জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হন। আহরা হলেন ইসমাইল (৭৫), ফজলুল কাদের (৪৫), হামিদা পারভিন (৩৫) ও জোৎসনা আকতার (২৫)।
এ ব্যাপারে ফজলুল কাদের বাদী হয়ে গত ৪ জুলাই বাদী হয়ে পটিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধীয় জায়গা নিয়ে খুরশিদ বেগম বাদী হয়ে পটিয়া সিনিয়র সহকারী জজ ১ম আদালতে অপর ১২৮/০৮ মামলা দায়ের করেন।
উক্ত বিবাদী হলেন ইসমাইল গং ও সুফি আবদুর রশিদ গং। বর্তমানে আদালতে মামলাটি চলমান রয়েছে। কিন্তু আদালতে বিচারাধীন থাকার পরও গত ৪ জুলাই দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় প্রতিপক্ষরা ফজলুল কাদের গং বাধা দিলে তাদেরকে মারধর করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।