পটিয়া প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত সোমবার বিকেলে এক মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পটিয়া কলেজ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল খালেক, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া উপজেলা আ’লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব, পটিয়া পৌরসভা আ’লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব সোহেল,
পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল সাকের সিদ্দিকী, ভাটিখাইন ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী মো. ইব্রাহিম, কোলাগাঁও ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী বদিউল আলম তুষার, জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবেদ সরোয়ার, ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আজিজ, ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম, আরাফাত শাকিল, এসএম তানিম, মো. আরাফাত, জিল্লুর রহমান, ইকরাম হোসেন অভি, মাঈনুদ্দিন সিজান, আবু বক্কর, শহীদুল ইসলাম, মো. রাফি, মো. ফাহিম, সাইফুল ইসলাম, তানভীর।
মিলাদ মাহফিল শেষে হুইপ সামশুল হক চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়।