1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন

হ্যাকারদের কবলে দোহাজারী পৌরসভার সাড়ে ৩’শ ভূয়া জন্মনিবন্ধন ইস্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১৪০ Time View


এসএম রাশেদ


চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জন্মনিবন্ধনের আইডি হ্যাক করে সাড়ে ৩’শ অবৈধ জন্মনিবন্ধন সনদ করা হয়েছে। এসব অবৈধ জন্মনিবন্ধন বাতিলের জন্য স্থানীয় সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক নাছরীন আক্তার।

এছাড়া হ্যাকাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা কর আদায়কারী মিজানুর রহমান।


উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক নাছরীন আক্তার বলেন, চলতি বছরের ১১ জানুয়ারী সকাল থেকে দোহাজারী পৌরসভার কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইডি হ্যাক হয়ে প্রায় ৩৫০টি ভূয়া জন্মবিন্ধন সনদ করা হয়।

পরবর্তীতে ভূয়া জন্মনিবন্ধন সনদ করা হচ্ছে জানতে পেরে তাৎক্ষণিক চট্টগ্রাম জেলা প্রশাসক ও উপপরিচালক জানালে দোহাজারী পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইডি ডিজেবল করে দেওয়া হয় এবং পরবর্তীতে দোহাজারী পৌরসভার নামে ভূয়া জন্মনিবন্ধন হয়েছে তা সনাক্ত করে স্থানীয় সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রার কার্যালয়ে উক্ত ভূয়া জন্ম নিবন্ধন বাতিলের জন্য লিখিত অভিযোগ করা হয়েছে।

এছাড়াও এসব হ্যাকাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা আদায়কারী মিজানুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com