1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

১৩ এপ্রিল ভয়াল দিন ছিল রাউজানের কুন্ডেশ্বরী, জগৎমল্ল পাড়া, ঊনসত্তর পাড়া ও পাহাড়তলী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩১৬ Time View

প্রদীপ শীল, রাউজানঃ
গতকাল ১৩ এপিল ছিল রাউজানে পাকাহানাদার বাহিনী ও রাজাকার আলবদরদের হত্যাযজ্ঞের দিন। পাক হানাদার বাহিনী ও রাজকারদের হাতে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মরণে স্বজনেরা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন। তারা শহীদদের জন্য নির্মিত স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে থাকেন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সময় স্বাাধীনতার স্বপক্ষে থাকা লোকজনের উপর এই হত্যাযজ্ঞ চালায়। তখন ঘরবাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তখন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট ও মা বোনের সভ্রম হানির ঘটনাও সংগঠিত করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক পাক হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তাদের পরিবার পরিজন নিয়ে রাউজানের পুর্ব গহিরা কুন্ডেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছিল। কুন্ডেশ্বরী ঔষধালয়, কুৃন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, বালিকা বিদ্যা মন্দির, কুন্ডেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের আশ্রয় দেয়। পাক হানাদার বাহিনীর সদস্যরা রাজাকার আলবদর বাহিনীর সহায়তায় রাউজান আসার সংবাদ পেলে কুন্ডেশ্বরী ভবনে আশ্রয় নেওয়া শিক্ষক পরিবার ও নতুন চন্দ্র সিংহের পুত্র পরিবারের অন্য সদস্যরা রাউজান থেকে পায়ে হেটে ফটিকছড়ি ও রামগড় হয়ে ভারতে চলে যেতে বাধ্য হয়। ভারতে চলে যাওয়ার সময়ে নতুন চন্দ্র সিংহকে তাদের সাথে চলে যেতে বললে তিনি কুন্ডেম্বরী মাতৃমন্দির ছেড়ে কোথায় যাবেনা বলে কুন্ডেশ্বরী ভবনে থেকে যায়। ৭১ সালের ১৩ এপ্রিল সকালে পাকহানাদার বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধীর মামলার রায়ে মৃতুদন্ড দেওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাউজানের গহিরা বিশ্বাস বাড়ীতে হানা দেয়। তখন বিশ্বাস বাড়ীর কয়েকজন নারী পুরুষকে হত্য্ াকরে। সেখানে হত্যাকান্ড চালিয়ে পাকহানাদার বাহিনীর সদস্যরা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ রাজাকারদের নিয়ে কুন্ডেশ্বরী ভবনে প্রবেশ করে। সেখানে নতুন চনদ্র সিংহের সাথে কখা বলে চলে যাওয়ার সময় আবারো ফিরে এসে মাতৃমন্দিরে প্রার্থনারত অবস্থায় নতুন চন্দ্র সিংহকে গুলি করে হত্যা করে। তার লাশ মন্দিরের সামনে ফেলে তারা চলে যায় । একই দিন রাউজানের জগৎ মল্লপাড়া এলাকায় হানা দিয়ে ৩৭ জন নারী পুরুষকে লাইন ধরিয়ে ব্রাশ ফায়ার করে হত্যাযজ্ঞ চালায়। একই দিন প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও সুলতানপুর ছিটিয়া পাড়া, চিকদাইর, রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া এলাকায় পাকহানাদার বাহিনীর সদস্যরা রাজাকার আলবদর বাহিনীর সদস্যদের সহায়তায় হত্যাযজ্ঞ চালিয়ে কয়েক শতাধিক নারী পুরুষকে নির্বিচারে হত্যা করে। রাউজানের পাহাড়তলী ইউনিরয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর আওয়ামী লীগ নেতা মরহুম জহুর আহম্মদ চৌধুরীর পুত্র সাইফুউদ্দিন কালেদ চৌধুরী সহ কয়েকজন মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সাথে সম্মূখ যুদে।দ শহীদ হন। ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা বোনের সভ্রম হানির বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও স্বাধীনাতা বিরোধী সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামীকে এ স্বাধীন বাংলাদেশের মন্ত্রী করা হয়। গতকাল ১৩ এপ্রিল বুধবার সকালে রাউজান কুন্ডেশ্¦রী ভবনে নতুন চন্দ্র সিংহের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করেন নতুন চনদ্র সিংহের দৌহিত্র রাজিব সিংহ, বাসুদেব সিংহ,।কুন্ডেশ্¦রী ঔষধালয়ের কর্মকর্তা, কর্মচারী, কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, কুন্ডেশ্¦রী বালিকা বিদ্যালয়, কুন্ডেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ্ব স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ নতুন চন্দ্র সিংহের ভার্স্কযে পুস্পস্তবক অর্পন করেন ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com