প্রদীপ শীল, রাউজানঃ
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ছিল কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে সরকারী খাস জায়গায় নির্মাণ করা হয়েছে নতুন বাড়ী। প্রথম দফায় সরকারের দেওয়া বরাদ্দে রাউজানে নির্মাণ করা হয়েছে ১৪০টি বাড়ী। দ্বিতীয় দফার বরাদ্দে ১৪৮টি বাড়ীর নির্মাণ করা হয়। আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরের চাবি বিতরনের মাধ্যমে গৃহ বিতরণ উদ্বোধন করবেন। গতকাল ১৭ জুন সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব কথা জানন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর কার্যালের নির্দেশে ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পরামর্শ ক্রমে গৃহহীনদের জন্য এই বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রীর গৃহহীন আবাসন প্রকল্পে প্রতিটি বাড়ীর জন্য দুই শতক জায়গাসহ বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করেছেন সরকারী অর্থায়নে। এছাড়া কবরস্থান, শিশু পার্কের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, বাড়ী করার জায়গা নির্ধারণের ক্ষেত্রে স্কুল, কলেজ ও মসজিদ আছে এমন লোকেশনে নির্ধারণ করেছি। পাশাপাশি যোগাযোগব্যবস্থা সহজ হয় এমন জায়গাতে বাড়ি গুলো তৈয়ারী করা হয়েছে। মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনা ভূমি অতীশ দশী চাকমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, কৃষি ককর্মকর্তা সাব্বির আহম্মদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে ঘোষনা করেছেন দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সব গৃহহীনকে জায়গাসহ বাড়ি করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সারা দেশের ন্যায় রাউজানে প্রথম পর্যায়ে ১৪০ টি ও দ্বিতীয় দফায় ১৪৮টি বাড়ি নির্মাণের বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায় করেছেন উপজেলা প্রশাসন।