শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হওয়া করোনা রোগীদের করতালি ও ফুল দিয়ে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

প্রদীপ শীল, রাউজান


সুলতানপুর ৩১শয্যা হাসপাতালের ৫০শয্যার আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হওয়া দুই করোনা রোগীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে এই সংবর্ধনা দেয়া হয় হাসপাতাল প্রাঙ্গনে। সুস্থ হওয়া দুই করোনা যোদ্ধাকে করতালির মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র সাংসদের মূখপাত্র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে ডা. ফজল করিম বাবুল, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামান নকিবসহ চিকিৎসক, নার্স ও আইসোলেশন সেন্টার পরিচালনাকারীরা। এসময় সুস্থ হওয়া দুই রোগীর হাতে দেয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী। সুস্থ হওয়া দুই রোগী বিহঙ্গ টিভিকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাউজান আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে আমরা সুস্থ হয়েছি। এখানে ডাক্তার, নার্স, আয়া সবাই আন্তরিকভাবে সবসময় দেখ ভাল করেছেন। তারা অতিথির মতো আপ্যায়ন করেছেন। উন্নত মানের খাওয়ার ও ঔষধপত্র দিয়েছেন। তারা রাউজানের সাংসদ ও সাংসদপু্র ফারাজ করিম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাউজানে আইসোলেশন সেন্টার করাতে আজ আমরা চিকিৎসা পেয়েছি। রাউজানে করোনা আক্রান্ত সবাই চিকিৎসা পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানের সাংসদ ও সাংসদপু্র ফারাজ করিম চৌধুরী পৃষ্ঠপোষকতায় আইসোলেশন সেন্টার হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি করোনা আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করার। সাংসদের মূখপাত্র প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আইসোলেশন সেন্টারে ভর্তি হওয়া সকল রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া খাওয়ার ও ঔষধপত্র দেয়া হচ্ছে বিনামূল্যে। রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী নেতৃত্বে ও তরুণ প্রজম্মের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর পরামর্শে আইসোলেশন সেন্টারে আমরা করোনা রোগীদের জন্য কাজ করছি।