1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় চট্টগ্রামের প্রতিযোগীদের অবিস্মরণীয় সাফল্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

গত ৩০-৩১শে জুলাই ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেলো ৬ষ্ঠ আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে প্রতিযোগীতা ২০২২। আয়োজনে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী কারাতে সংগঠন অল ইন্ডিয়া সেইশিনকাই সিতোরিও কারাতে-দো ফেডারেশন। এতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশ নেয় চট্টগ্রামের ৯ জন প্রতিযোগী।

যার মধ্যে ৫ জন প্রতিযোগী পদক অর্জন করে। একক কাতায় পুরুষ ১০ বছর ক্যাটেগরিতে স্বর্ণপদক অর্জন করে অরণ্য চৌধুরী, মহিলা ১৪-১৫ বছর ক্যাটেগরিতে স্বর্ণপদক অর্জন করে কৃপা বিশ্বাস, মহিলা ১৮ উর্ধ্ব বয়সী ক্যাটেগরিতে রৌপ্যপদক অর্জন করে ফারজানা আক্তার এবং ৮ বছর বয়সী ক্যাটেগরিতে তাম্রপদক অর্জন করে যিকরা বিনতে ইফতেখার।

এছাড়াও একক কুমিতেতে পুরুষ সিনিয়র -৭৫ কেজি ক্যাটেগরিতে স্বর্ণপদক অর্জন করে মোহাম্মদ আজওয়াদ মালিক, পুরুষ ১০ বছর ক্যাটেগরিতে রৌপ্যপদক অর্জন করে অরণ্য চৌধুরী, মহিলা -৬৫ কেজি ক্যাটেগরিতে তাম্রপদক অর্জন করে ফারজানা আক্তার এবং মহিলা ৮ বছর ক্যাটেগরিতে তাম্রপদক অর্জন করে যিকরা বিনতে ইফতেখার।

এছাড়াও প্রতিযোগীতাটিতে চট্টগ্রাম থেকে বিচারকের দায়িত্ব পালন করেন শিহান রতন তালুকদার, সেন্সী মারিয়া চক্রবর্তী ও তীর্থ তালুকদার।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com