শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুঃ রাউজানে শোকের ছায়া

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

প্রদীপ শীল, রাউজানঃ
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার সকালে ওমানের একটি হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তাদের পরিবার। করোনায় মৃত্যুবরণকারীরা হলেন মোঃ আবুল কালাম (৬০) ও আবুল কাসেম (৫০)। জানা যায়, তাদের বাড়ী রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ীর মৃত মৃত সুলতান আহম্মদের পুত্র। পরিবারিক সূত্রে জানা গেছে, ৬ ভাইয়ের মধ্যে মৃত্যুবরণকারী আবুল কালাম ও আবুল কাসেম সবার বড়। তারা দীর্ঘদিন যাবত ওমানে চাকরী ব্যবসায় নিয়োজিত ছিল। সেখানে ঈদের দিন তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া গেলে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। প্রায় ২১দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তারা মারা যান। আবুল কালামের দুই পুত্র ও এক কন্যা সন্তান এবং আবুল কাসেমের তিন কন্যা সন্তান রয়েছে। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদে রাউজানে শোকের ছায়া নেমে আসে। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আক্কাছ উদ্দীন মানিকের আপন দুই বড় ভাইয়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান, ফটিকছডড়ী ও মহানগরের বিভিন্ন শাখা নেতৃবৃন্দরা। এছাড়া শোব প্রকাশ করেছেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।