মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

কর্ণফুলীতে ৫৭ শতক অবৈধ খাস জমি উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪


কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি ::
চট্টগ্রাম কর্ণফুলীর বড়উঠান এলাকায় ৫৭ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারী) বিকেলে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী সহকারী কমিশনার ভূমি পিযূষ কুমার চৌধুরী। জানা গেছে, সরকারি ওই খাস জমিতে দীর্ঘ বেশ কিছু দিন ধরে আবদুল মারুফ ও মোহাম্মদ আলী অবৈধভাবে পুকুর ও ভিটি করে দখলে ছিলেন। যা ম্যাজিস্ট্রেট উচ্ছেদ করে লাল পতাকা ও গনপ্রজাতন্ত্রী সরকারের নামে সাইনবোর্ড দেওয়া হযেছে। এসময় উপস্থিত ছিলেন জুলদা ভূমি অফিসের তহসিলদার আহমদ নুর, ভূমি অফিসের সার্ভেয়ার শওকত জামান, আনসার সদস্য ও থানা পুলিশের একটি টিম।

কর্ণফুলী সহকারী কমিশনার ভুমি পিযূষ কুমার বলেন, জুরদা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫৭ শতক খাস জমি উদ্ধার করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে সাইনবোর্ড ও পতাকা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, এসব জমি দখলে নেয় স্থানীয় কিছু ব্যবসায়ী। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।