1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

গহিরায় দেশী জাতের গরুর খামারে সাফল মাহাবুলের: কোরবানীর জন্য প্রস্তুত এক’শ গরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২২০ Time View

প্রদীপ শীল, রাউজান
রাউজানের গহিরা দলই নগর এলাকায় দেশী গরু লালন করে সাফল্য অর্জন করেছেন মাহাবুল আলম নামে এক খামরী। পার্বত্য এলাকা থেকে সংগৃত ছোট গরুর বাচ্চা খামারে পালন/পালন করে থাকেন। কোরবানি ঈদে মোটা তাজা করে গরু গুরু বিক্রি করে থাকে বাজারে। মাহাবুল আলমের ডেইরী ফার্মে মাহাবুল আলম ছাড়া ও তার ভাই মাওলানা কাজী শিহাবুল আলম প্রতিদিন গরুর খাওয়ার ও ডেইরী ফার্ম পরিস্কার পরিচ্ছনতার কাজ করেন। দুই ভাইয়ের কাঠোর পরিশ্রমে গড়ে তোলা ডেইরী ফার্ম থেকে প্রতি বছর কোরবানীর ঈদের সময় কোটি টাকার গরু বিক্রয় করেন জানানো হয়। এছাড়া বিবাহ মেজবান অনুষ্ঠানে মাহাবুল আলমের ডেইরী ফার্ম থেকে দেশী গরু বিক্রয় করা হয়। মাহবুল আলমের ভাই মাওলানা কাজী শিহাবুল আলম ডেইরী ফার্মের কাজ ছাড়া ও গহিরা ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার হিসাবে কাজ করেন। তিনি গহিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (প্যালেন চেয়ারম্যান) । মাওলনা কাজী শিহাবুল আলম বলেন, আমি আমার ভাই মাহাবুল আলম দু’জনেই এই ডেইরী ফার্ম পরিচালনা ও কাজ করি। ডেইরী ফার্মে তিনজন কর্মচারী ও রয়েছে। দেশী গরু লালন পালন করায় রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রাণী সম্পদ দিবস উপলক্ষে কয়েকবার পুরুস্কার পেয়েছে মাহাবুল আলম। গহিরা দলই নগরে মাহাবুল আলমের ডেইরী ফার্মে রয়েছে শতাধিক দেশী গরু। এসব গরু আগামী ঈদুল আযহা উপলক্ষে বিক্রয় করার জন্য লালন পালন করছেন। রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, গহিরার দলই নগরে মাহাবুল আলমের ডেইরী ফার্মে দেশী গরু লালন পালনে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখার জন্য মাহাবুল আলমকে শ্রেষ্ট খামারী হিসাবে কয়েক দপে পুরস্কার প্রদান করা হয়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com