বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

গুন্ধীপ হাফেজিয়া এবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় টিম রেইনবো ব্লাড ডোনেট গ্রুপের সহযোগিতায় ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

আরমান হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম)

আনোয়ারায় গুন্ধীপ হাফেজিয়া এবতেদায়ী সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা উপলক্ষে টিম রেইনবো ব্লাড ডোনেট গ্রুপের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) গুন্ধীপ হাফেজিয়া এবতেদায়ী সুন্নীয়া মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ৯টা থেকে দুপুর ১২ঃ৩০মিনিট পর্যন্ত চলে এই কার্যক্রম।এতে অংশগ্রহণ করে নারী,পুরুষ,ছাত্র-ছাত্রীসহ নানা পেশার মানুষ।সংগঠন থেকে জানানো হয় প্রায় ৩০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

টিম রেইনবো ব্লাড ডোনেট গ্রুপের সমন্বয়ক রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন টিম রেইনবো পরিবারের সম্মানিত এডমিন শাহেদ মাহমুদ,এডমিন আবিদ সায়েম,সদস্য যথাক্রমে,আরমান হোসেন,ফয়েজ উদ্দিন, সোলায়মান খাঁন সোহেল, তৌহিদুল ইসলাম লাবলু,মোঃতামিম,রিয়াদ আফসান,মো তাকিবুর রহমান সিহাব,রাকিব,কুতুব উদ্দিন,মোহাম্মদ নাজমুস সাকিব,দিদারসহ প্রমূখ।

গুন্ধীপ হাফেজিয়া এবতেদায়ী সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন,মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে মানবতার কাজ হিসেবে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি পালনের মাধ্যমে এলাকার অনেক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারল।টিম রেইনবো’র সহযোগিতায় এই কর্মসূচি পালন করতে পারায় আমরা আমরা আনন্দিত।