মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

গ্রামে-গঞ্জে খেলাধূলার আমেজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

আরমান হোসেন,আনোয়ারা (চট্টগ্রাম)

আমন ধান কাটার ব্যস্ততা শেষ হতে শীতের উষ্ণতায় শীতল পরিবেশ।সোনালি ফসলের ঝিলিকের দেখা নেই চারদিকে বিস্তৃর্ণ মাঠ।ফাঁকা মাঠ পেয়ে আনন্দে আর্তহারা গ্রাম বাংলার ছাত্র,যুবক।চলছে খেলাধূলার নানা আয়োজন।একদিকে করোনা মহামারির কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও অন্যদিকে ফাঁকা মাঠ পেয়ে খেলাধূলায় মেতে উঠেছে তারা।ক্রিকেট,ফুটবল,ব্যাট মিন্টনসহ নানা খেলাধূলায় সময় পার করছেন।গ্রামে-গঞ্জে ও পাড়া-মহল্লায় আয়োজিত হচ্ছে বিভিন্ন টুর্ণামেন্ট।এসব এসব টুর্ণামেন্টে থাকে হরেক রকমের আয়োজন।দূর-দূরান্ত থেকে খেলাধূলা দেখতে আসে হাজারও মানুষ।এসব অনুষ্ঠানে অতিথি থাকে বিভিন্ন রাজনীতিবিদ,সমাজকর্মী ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

সরেজমিনে দেখা যায়, গ্রামের খোলা মাঠে একটি টুর্ণামেন্টের ফাইনাল খেলার আয়োজন চলছে।ডেকোরেশন করে সাজানো হয়েছে মাঠের চারদিক।সুন্দর প্যান্ডেল করা হয়েছে।অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছে স্হানীয় চেয়ারম্যান ও নানা পেশার ব্যক্তি।চারদিকে হৈ-হুল্লোড়,সাউন্ডের আওয়াজে মুখরিত পরিবেশ।আনন্দঘন পরিবেশে একটি উৎসব চলছে।

এসব খেলাধূলাকে নিয়ে আবার বিভিন্ন সময় সৃষ্টি হয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ,রাজনৈতিক প্রতিহিংসা।এমনকি মারামারি-হানাহানির ঘটনাও ঘটে থাকে।

বিশেষজ্ঞদের মতে, খেলাধূলা শরীর চর্চার একটি অংশ।গ্রাম-গঞ্জে বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন এটি ছাত্র ও যুবকদের বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে।তবে,খেলাধূলার পাশাপাশি পড়া-লেখায় শিক্ষার্থীদের বিশেষ মনোযোগ দিতে হবে।