শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চট্টগ্রামে নমুনা পরীক্ষা অর্ধেকে নেমে এসেছে, শনাক্ত ১০৫জন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২০

চট্টগ্রামে একদিনের ব্যবধানে নমুনা পরীক্ষা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৪২৫টি তৎমধ্যে ১০৫জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৬১ জন এবং উপজেলায় ৪৪ জন।

এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৪৯০ জন চট্টগ্রামে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন, সুস্থ হয়ে ৩৭ জন বাড়ি ফিরেছেন। চট্টগ্রামে একদিনের ব্যবধানে নমুনা পরীক্ষা র্অধকে নেেম এসেছে।

চট্টগ্রামে প্রতিদিন মোট ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও গতকাল ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

১২ জুলাই রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।