শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ১০জন মাদকসেবীর জেল-জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ইসমাইল হোসেন সোহাগ

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ১০জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

২৪ ডিসেম্বর”২০২০ইং বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।

এসময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রক পরিদর্শক মুহাম্মদ মোজাম্মেল হক, লোকাশীশ চাকমা, মুহাম্মদ নিজাম উদ্দীন খাঁন সহ ২২ সদস্য বিশিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম।

সূত্র জানা গেছে, আজ ২৪ ডিসেম্বর”২০২০ইং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের লালদিঘীর পাড়, নতুন ও পুরাতন রেলওয়ে স্টেশনে, আমনত শাহ্ মাজার, আকবর শাহ্ থানাধীন ইস্পাহানী রেল গেইট পলোগ্রাউন্ড মাঠ এবং শহীদ লেইন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় গাজা সেবনরত অবস্থায় ১০জন ব্যক্তি পাওয়া যায়। এসময় তাদের দোষ স্বীকার করার ভিত্তিতে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।

এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন জানান, বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকসেবী এবং ব্যবসায়ী যেই হোক, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। সরকারের নির্দেশনায় আমরা মাদক নির্মূলে সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।