বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চন্দনাইশে ইউএনও ও এসিল্যান্ডের যৌথ অভিযানে জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

চন্দনাইশ প্রতিনিধি


৭ দিনের কঠোর লকডাউন ১ম দিনে বুধবার (৩০ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সাদিয়া ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমান আদালত ৭ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেছে।


অভিযানে দোহাজারী পৌরসভার রিমা মেডিকেলকে ৫শ টাকা, মাংস বিক্রেতা সাব্বির হোসেনকে ৩ হাজার, আল মদিনা ফার্মেসীকে ১হাজার, বাগিচাহাট এলাকার সাতগাউছিয়া ফার্নিচারকে ১হাজার টাকা, জেবল হোসেন ফার্নিচারকে ১হাজার, জরিমানাসহ রিকশাযাত্রী আহমদ ছফাকে ৩শ, মোটরসাইকেল চালক পরানকে ৫শ, পথচারী প্রিয়তোষকে ১শ টাকা, জাহেদুল ইসলামকে ২শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।


এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকারসহ একদল পুলিশ।