শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চন্দনাইশে একদিনে ৩ করোনা ব্যক্তির দাফন করেন গাউসিয়া কমিটি চন্দনাইশ টিম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

চন্দনাইশে একদিনে ৩ করোনা আক্রান্ত ব্যক্তিকে দাফন করেছে চন্দনাইশের গাউছিয়া কমিটির টিম। জানা যায়, উপজেলা বরমা, জোয়ারা ও মুহাম্মদপুর এলাকায় একই দিনে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদে কাফন,দাফন ও জানাযা সম্পন্ন করেন চন্দনাইশ উপজেলা ও পৌরসভা গাউছিয়া কমিটি টিমের নেতৃবৃন্দ।

জানা যায়, গতকাল ১৫ জুন (সোমবার) রাতে চন্দনাইশ উপজেলা বরমা রাউলীবাগ এলাকার মো.মহসিন আলী (৪৩), জোয়ারা ইউনিয়ন কাজিবাড়ি এলাকার এডভোকেট মো. কে এম মনসুর, একই ইউনিয়নের মো. তমিজ উদ্দীন (৮৫) নামে ৩ ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। চমেক হাসপাতাল হতে তাদের লাল চন্দনাইশে যার যার বাড়িতে নিয়ে আসার পর পর গাউছিয়া কমিটি চন্দনাইশ উপজেলার কাফন,দাফনের প্রধান সমন্বয়ক মাওলানা সোলাইমান ফারুকীকে খবর দিলে সাথে সাথে লাশ দাফনের জন্য পৌছে যায় চন্দনাইশ টিমের নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১ টায় বরমা রাউলীবাগ জামে মসজিদ, দুপুর ১ টায় মুহাম্মদপুর কাজীবাড়ির জামে মসজিদ ও দুপুর ২ টায় হযরত ভূঁইয়া খাজা (র:) জামে মসজিদের মাঠে মাওলানা সোলাইমান ফারুকী’র ইমামতি তে মরহুমাদের নামাজের জানাযা সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মো.মারুফ রেজা,মো.আমিনুল ইসলাম রুবেল, মো. শাহনেওয়াজ চৌধুরী শুভ, মো.মঈন উদ্দীন, মো.মোজাম্মেল হক তালুকদার, মো.আবদুর ছবুর, মো.রাজিব হোসেন রিফাত, মো. কুতুবউদ্দিন, হাছান মুরাদ পারভেজ, মো.জাবেদ, মো.ফরহাদ হোসাইন, মো.কাইছার, মো. রায়হান, মো.হোসেন, হাফেজ মঈনউদ্দীন ইউচুপ, মো. আবদুল হামিদ, মো.নোমান,মো. শিহাব উদ্দিন, মো.বোরহান, মো.সাইফুল্লাহ ফারুকী, মো.আরফাত হোসাইন, মো.শাহজাহান প্রমুখ।