শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চন্দনাইশে কনফিডেন্স প্লাস কোচিং সেন্টারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২


চট্টগ্রামের চন্দনাইশে কনফিডেন্স প্লাস কোচিং সেন্টারের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির গাছবাড়িয়া ও মৌলভীর দোকান শাখার শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দোহাজারী পৌরসভাস্থ একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানটির পরিচালক মো.রিপন উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. মহিউদ্দিন ও শারমিন আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মো. মহিউদ্দিন।আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানটির পরিচালক আবু মাহফুজ চৌধুরী হিরু,লোহাগাড়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মো. রাসেল,শহীদুল ইসলাম, মো. শাকিল।দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শাইনুল ইসলাম, শুভরাজ, নন্দন শিকদার, মো.আতিক, আলীনূর, সাকিবুর রহমান, হাফেজ মো. রিয়াদুল করিম, মঈন উদ্দীন মিশকাত, আবু মাহফুজ হিরু, মো. সাজ্জাদ হোসেন, রিপন উদ্দীন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেসমিন সুলতানা ইলা, আবু বক্কর, রেশমী সুলতানা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশুনা করতে হবে এবং নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ছাত্র-ছাত্রীদের মেধাকে কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে। পরীক্ষার্থীদের বিদায় হল দারুন সম্ভাবনার হাতছানি। আজকের বিদায় দারুন সম্ভাবনার ও আনন্দের। আমরা আজ শুধু এ+ এর পেছনে দৌড়াচ্ছি,আর মানবিক গুনাবলি হারিয়ে ফেলছি। শিক্ষার্থীদের মানবিক গুনাবলির অধিকারী হতে হবে। আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ ও নৈতিকতাবোধ শিক্ষা অর্জন করব এটা হউক শপথ। আজকের বদলে যাওয়া পৃথিবীতে আমরা কোন ধরনের শিক্ষা অর্জন করব সে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। তোমরা সফলতাই আমাদের কাম্য। বক্তারা আরো বলেন, তোমরা শিক্ষার্থীরা তরুন,শিক্ষার্থীদের চৌকস,মেধাবী ও সূর্যের মতো আলোকিত হতে হবে। বেগম সুফিয়া কামালের অতীত ও বর্তমান শিশুদের অগ্রগতি সম্পর্কে ধারনা দিয়েছেন। বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর,তাই তোমাদের হতে হবে চালাকবিহীন বিমানের আবিস্কারক। তোমাদের যুগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তোমাদের প্রযুক্তিতিতে দক্ষ হতে হবে এটাই আমাদের কাম্য।