1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০২ অপরাহ্ন

চন্দনাইশে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন, অবশেষে আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৭০ Time View
Tasib Internet and crest house


চন্দনাইশে গত ২দিন ধরে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা অনশন করলেও কোন সুরেহা না হওয়ায় নিজ হাতে বেলেট মেরে ক্ষতবিক্ষত ও রক্তাত্ব আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গতকাল ১৮ মে রাত পৌনে ৮টায় উপজেলার চন্দনাইশ পৌরসভার জোয়ারা রাস্তার মাথা এলাকায় ঘটে।
জানা যায়, যশোর বাঘমাড়া ছোট খুদড়া এলাকার নারায়ন কুমার মন্ডলের কন্যা দেবীলতা রানী প্রঃ অনুপমা মন্ডল (৩০) গত দেড় বছর আগে ফেসবুক পেইজ ম্যারেজ মিডিয়াতে পোষ্ট করেন তিনি বিবাহ করতে চাই। তখন চন্দনাইশ পৌরসভার সরকার পাড়া এলাকার তপন সরকারের পুত্র রকি সরকার ওই পোষ্ট থেকে দেবীলতার নাম্বার নিয়ে রকি যোগাযোগ করে পরে তাদের সাথে মোবাইল ও ইমু নাম্বারের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তখন রকি তার বাড়ী চট্টগ্রামের সাতকানিয়ার ভুল ঠিকানা দেয়।

এভাবে দেড় বছর মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় মেয়েটিকে নিয়ে গিয়ে শাররিক সর্ম্পক গড়ে উঠে বলে দেবীলতা সাংবাদিকদের বলেন। এছাড়াও বিভিন্ন সময় বিয়ের দিন তারিখ ঠিক করে রকি একবার মা পরের বার তার বাবা মারা গেছে বলে দেবীলতার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় এক লক্ষ টাকা ধার নেয়। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় গোধুলি লগ্নে বিয়ের কথা বলে দেবীলতা সরল বিশ্বাসে দেড় লক্ষ টাকার বিয়ের সরঞ্জাম ক্রয় করেন। পরে কয়েকদিন ফোন বন্ধ করে দেয় রকি।


আবারও গত ৪ মে রকি তাকে বিয়ের করবে বলে আশ্বাস দিয়ে দেবীলতা ও তার মাকে বিয়ের এ্যারেঞ্জ করতে বলে। এরপরদিন ৬ মে থেকে রকি ফোন বন্ধ করে দেয়। পরবর্তীতে দেবীলতা যশোর পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ওই জেলার ডিবির ওসিকে তদন্ত দেয়। এদিকে দেবীলতা বিভিন্নভাবে রকির ভুল ঠিকানা থেকে সঠিক ঠিকানা বের করে যশোর থেকে গত ১৭ মে রাতে চন্দনাইশ পৌরসভার সরকার বাড়ী এলাকার রকির বাড়ীতে চলে আসে। কিন্তু রকির মা-বাবাসহ কেউ গ্রামে থাকে না, তারা শহরে বসবাস করেন। পরে রকির চাচা ও প্রতিবেশীদেরকে রকির সাথে প্রেমের সর্ম্পকের কথা খুলে বলে রকিকে হাজির করতে বলে তখন রকিকে কেউ খুঁজে না দেওয়ায় নানা ক্রুটক্তি কথা বলায় দেবীলতা আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে গিয়ে চিকিৎসা দেয়।

পরবর্তীতে ১৮ মে দুপুরে দেবীলতা আবারো প্রেমিকা রকির বাড়ীতে অনশন করতে শুরু করেন। এসময় রকির আত্মীয় স্বজনরা তাকে না ক্রুটক্তি কথা বলে নানা হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। অবশেষে চন্দনাইশ পৌরসভার জোয়ারা রাস্তার এলাকায় এসে যাত্রী চাউনীতে বসে বেলেট দিয়ে নিজের হাত ক্ষতবিক্ষত করে রক্ত জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করলে রক্ত করন হয়ে মাটিতে লুটে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা দেয়।


স্থানীয় কাউন্সিলর শাহেদ বলেন, রকির সাথে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ে করবে বলে তাকে বার বার আশ্বাস দিয়ে প্রতারণা করেছেন এবং রকির মোবাইল ফোনবন্ধ ও যোগাযোগ করতে না পারায় রকির বাড়ীতে অনশন করেছেন এবং রকির আত্মীয়স্বজন তাকে তাড়িয়ে দেওয়ায় স্থানীয় জোয়ারা এলাকায় একটি চায়ের দোকানে এলাকার মানুষকে বিচার দিলে এলাকাবাসীও কোন সু- উত্তর না দিলে ৩টাকা দিয়ে একটি বেলেট ক্রয় করে নিজের হাতকে ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করে । পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যায়। রকির বাবা তপন সরকারের সাথে মুঠো ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য দিতে পারেনি।

তবে রকির চাচা মাস্টার অলক সরকার বলেন, মেয়েটি রকির বাড়ীতে অনশন করলে তখন রকির সাথে ফোনে যোগাযোগ করা হলে মেয়েটির সাথে রকির প্রেমের সম্পর্কের কথা এবং বিয়ে হওয়ার কথা বলে স্বীকার করেন রকি। তবে রকি বলেছেন, যে দিন মেয়েটির আগে এক বিয়ে হয়েছে সেটা শুনেছেন তখন থেকে মেয়েটির সাথে সর্ম্পক রাখেননি।


এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মেয়েটির বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন মেয়েটি মানষিক ভারসাম্যহীন। তাই বার বার আত্মহত্যার চেষ্টা করছেন। এ ঘটনায় রকির পিতা তপন সরকার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com