সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২



চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) গত শুক্রবার বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু। উদ্বোধনী টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। খেলাধুলার মাধ্যমে আর্দশিক নাগরিক হওয়া যায়। তিনি অবক্ষয়মুক্ত দেশ ও সমাজ বির্নিমানে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম. কায়সার উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, হাসিমপুরের চেয়ারম্যান মো. খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ির মো. আবদুল আলীম, বরমার খোরশেদ আলম টিটু

উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক এ.এস.এম.মুছা তসলিম, যুগ্ম আহ্বায়ক মো. মুরিদুল আলম মুরাদ, গাছবাড়ীয়া খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহাদাৎ নবী খোকা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আসকর খান বাবু,

পৌর সচিব মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম আবাহনী জুনিয়র ফুটবল টিম ম্যানেজার আদিল কবির, পৌর কাউন্সিলর মোঃ লোকমান হাকিম, মোরশেদুল আলম, মহিলা কাউন্সিলর হাছনারা বেগম, শিরিন আকতার, কহিনুর আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, চন্দনাইশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারজাদুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের মো. আমির হোসেন চৌধুরৗ, প্রধান শিক্ষক ইছহাক, শিক্ষক শাহজাহান আজাদ, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা লোকমান হাকিম, হামিদুর রহমান চৌধুরৗ, রবিউল হোসেন, সাইফুল ইসলাম, আবদুর রহমানসহ উপজেলার ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।