শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চন্দনাইশে বেড়াতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাহতে ১ শিক্ষার্থী নিহত , আহত ২ প্রতিবাদে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২



চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারাস্থ জিহস ফকিরপাড়া এলাকায় বেড়াতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ শিক্ষার্থী নিহত ও অপর ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টায় পৌরসভার জিহস ফকির পাড়া এলাকায় ঘটে। আহতদের মধ্যে জাহিদুল ইসলামকে রাতে চমেক হাসপাতালে নিয়ে গেলে কৃর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করেন। অন্যান্য আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জাহেদ হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী এলাকাবাসীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে। এসময় মহসড়কের দুরপাল্লার যাত্রীসাধারণ দূর্ভোগে পড়ে। পরে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে জাহেদ হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন।


উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টায় পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার তিন শিক্ষার্থী বেড়াতে যায় চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড জিহস ফরিকপাড়া এলাকায়। এ সময় পূর্বের ঘটনা জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার শাহেদুল ইসলামের পুত্র এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত সাগর (১৬), একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম আউয়াল (১৮) এবং আলমগীর হোসেনে পুত্র এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন সানি (২২)।

পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম আউয়ালকে মৃত ঘোষণা করেন। এদিকে চমেক হাসপাতালে জাহিদুলকে মৃত ঘোষণার খবরটি এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী চট্টগ্রাম কক্সবাজার কলেজ গেট এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে মহাসড়ক অ