শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চন্দনাইশে সামাজিক ও সম্প্রীতি সমাবেশ বাংলাদেশ সম্প্রীতির দেশে হিসেবে বিশ্বে পরিচিত রয়েছে—–এমপি নজরুল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

এসএম রাশেদ


বাংলাদেশ বিশ্বের মধ্যে সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত রয়েছে। এদেশে সব ধর্মের লোকের বসবাস। জঙ্গীবাদ,মৌলবাদ,পরিহার করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিটি ধর্মে রয়েছে মানবতাবোধ।

তাই নিজেদের ধর্ম অনুস্বরণ ও অনুকরণ করে চলতে হবে । কিছু দুষ্ট, সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী ও রাস্ট্র বিরোধী মানুষকে চিহিৃত করে আইনের হাতে তুলে দিতে হবে। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, সামাজিক ও সম্প্রীতি হারাবে না বাংলাদেশ। গত ১৬ সেপ্টেম্বর বিকালে উপজেলার খানহাট ওয়ান আজিজ শপিং সেন্টার চত্বরে চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সামাজিক ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি উক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাও.সোলায়মান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

সানজিদা জাফর পপির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে- আমিন আহমদ চৌধুরী রোকন, এডভোকেট খোরশেদ বিন ইছহাক, আলীম, এসএম সায়েম, আবদুর শুক্কুর,আহমদুর রহমান ভেট্টা, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা আ’লীগ নেত্রী সঞ্চিতা বড়ুয়া,সাতবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবিলীগের সভাপতি আকতার হোসেন, সাতবাড়ীয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি লিপি আক্তার, খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।