মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

চন্দনাইশে স্কাউটস ZOOM APPS ব্যবহারের মাধ্যমে কাব ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২০

আবুল বশর,চন্দনাইশ


চন্দনাইশ উপজেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় অত্র উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক নিয়ে ২০ জুন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল ও চট্টগ্রাম জেলার আয়োজনে ২৮২ তম কাব ওরিয়েন্টশন কোর্স অত্র জেলায় সর্বপ্রথম Zoom Apps ব্যবহারের মাধ্যমে সফলভাবে সুসম্পন্ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সভাপতি ইমতিয়াজ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন,জাতীয় কমিশনার ( প্রশিক্ষণ ) মোহাম্মদ মহসিন, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আঞ্চলিক উপ পরিচালক, চট্টগ্রাম অঞ্চল এস এম জাহির উল আলম,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), জনাব হাসান আল মামুন, চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক পার্থ প্রতীম দাশ। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন আকতার হোসেন (এল টি )

অন লাইন ভিত্তিক ওরিয়েন্টেশন কোর্সটি সুচারুরূপে সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন জনাব মুহাম্মদ ফিরোজ ইমরান,সহকারী আঞ্চলিক পরিচালক, চট্টগ্রাম অঞ্চল।