1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

চন্দনাইশে ৩ করোনা যোদ্ধা ডাক্তার আইসোলেশনে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৭৪৫ Time View

প্রকাশিত – ২৭.০৫.২০২০, ০৭.০১ পিএম

এসএম রাশেদ

চন্দনাইশের ৩ করোনা যোদ্ধা ডাক্তার করোনা পজিটিভ ধরা পড়ায় বর্তমানে তারা আইসোলেশনে রয়েছে। তৎমধ্যে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে চট্টগ্রামের বিআইটিআইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানা, ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী দীর্ঘদিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে় আসছেন। গত ২৩ মে তিনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করায় নমুনা সংগ্রহ করা হয়। পরে চট্টগ্রাম বিআইটিআইডিতে পরীক্ষার জন্য দেওয়া হয়। ওইদিন চন্দনাইশ উপজেলার মধ্যে একমাত্র পজিটিভ পাওয়া রোগী হলেন ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী। গত কয়েকদিন আগে চন্দনাইশ হাসপাতালের আরএমও আবু রাশেদেরও করোনা পজিটিভ ধরা পড়ে তারা দু’জনে হাসপাতালের কোয়াটারে আইসোলেশনে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দোহাজারী হাসপাতালের ডাঃ শেখ সাদী দেশের ক্রান্তিকালে সরকারের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম সি,এম,সি,এইচ হসপিটালে করোনা রোগীর সিকিৎসায় দায়িত্বে পালন করতে গিয়ে তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থাই রয়েছে। তবে ৩ জন ডাক্তারের শাররিক অবস্থা ভাল রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এনিয়ে চন্দনাইশে করোনা আক্রান্ত হয়েছে ১৫জন। তৎমধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন বলে জানা গেছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com