1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

চন্দনাইশ থানায় বৃক্ষরোপণ করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ১৭৩ Time View

জাহেদুর রহমান চৌধুরী, চন্দনাইশ

চন্দনাইশ থানায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন চন্দনাইশ উপজেলার সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। আজ ০৮ আগষ্ট (শনিবার) সকালে চন্দনাইশ থানার সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে গাছ রোপন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.আবু তোরাব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জনাব কেশব চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি ছিলেন তদন্ত অফিসার (ওসি) মো.মজনু মিয়া, দোহাজারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম নাছির উদ্দীন বাবলু, সহ-সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারন সম্পাদক মো.কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ থানার এস আই মো.মোজাম্মেল হক, এস আই মো.নাছির উদ্দিন, সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য যথাক্রমে খালেদ রায়হান, আবদুর রহিম রনি, মো.জাহিদুর রহমান চৌধুরী, মো.আনোয়ার হোসেন আবির প্রমুখ। এই সময় থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য ও সুষম জলবায়ুর প্রয়োজনে একটি দেশের মোট আয়তনের অন্ত ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। বৃক্ষহীনতার কারণে পৃথিবীর নতুন নতুন অঞ্চল মরুময় হয়ে পড়ছে। তিন দশমিক পাঁচ বিলিয়ন কিউবিক মিটার কাঠ ব্যবহার করে প্রতিবছর আট হাজার বর্গহেক্টর বনভূমি ধ্বংস করছে পৃথিবীর মানুষ। বনভূমি ধ্বংস হওয়ার ফলে পৃথিবীর উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমের বহু বন্যপ্রাণী ও সামুদ্রিক প্রাণী বিলুপ্ত হয়েছে।এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিস্তৃত এলাকার মরুময়তা রোধে ২০ হাজার হেক্টর ভূমিতে বনায়ন-বৃক্ষায়ন করা প্রয়োজন। বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বনভূমি খুব কম। এমতাবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং অন্যকে লাগানোর জন্য উৎসাহিত করতে হবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com