1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

চিনের গবেষণায় তোলপাড়: শরীরে করোনা সংক্রমণ আটকে দিতে পারে দুই অ্যান্টিবডি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৭৫৮ Time View

আন্তজাতিক ডেস্ক: করোনা মোকাবিলায় হঠাৎ করে আশার আলো দেখাচ্ছে চিনের ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির করা গবেষণা । চিনের এই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, মানুষের শরীরে একজোড়া অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন তাঁরা। সেই অ্যান্টিবডি মানুষের শরীরে করোনা সংক্রমণ আটকে দিতে পারে।
ইতিমধ্যে বিজ্ঞানীরা জানিয়েছেন, মানব শরীরে ACE-2 প্রোটিন রয়েছে, যা করোনা সংক্রমণে সাহায্য করছে। কিন্তু এই দুই অ্যান্টিবডি যার নাম বি ৩৮ ও এই চ৪ শরীরে সরাসরি সক্রিয় হয়ে ACE-2২ প্রোটিনের সঙ্গে করোনা ভাইরাস যুক্ত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। গবেষকরা বলেছেন, ভাইরাসের দু’রকমের স্পাইক রয়েছে, একটি এস ১ অন্যটি এস ২। গ্লাইকোপ্রোটিন সহজে মানব শরীরে প্রবেশে এটিকে সাহায্য করে। কিন্তু এই স্পাইকের সাহায্য প্রোটিনের সঙ্গে করোনা ভাইরাসের সংযোগের রাস্তা আরও কঠিন করে তুলবে এই দুই অ্যান্টিবডি। তাঁরা মনে করছেন মানুষের শরীরে করোনা মোকাবিলায় এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ, এই অ্যান্টিবডিগুলির সঙ্গে ভাইরাসের সংযোগ হলে এটি আর ACE-2 এর সঙ্গে সংযোগ তৈরি করতে পারবে না। বেঁচে যাবে মানব শরীর।
১৬.৫.২০২০,৪:৩৯পিএম



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com