মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

জামিজুরী তরুন সংঘের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে কৃতি সংবর্ধনা ও আলোচনাসভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ অক্টোবর, ২০২২



চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী তরুন সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শ্রীমদ্ববদগীতা প্রতিযোগীতা, কৃর্তি সংবর্ধনা ও আলোচনাসভা রবিবার বিকালে জামিজুরী তরুন সংঘ প্রাঙ্গণে রতন সেনের সভাপতিত্বে ও কৃষ্ণ ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রীণ হাসপাতালে চেয়ারম্যান,দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ সোলাইমান।

সংর্বধিত অতিথি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সহকারী পরিচালক শ্রীমতি প্রিয়া দাশ (শান্তা)। প্রধান বক্তা ছিলেন,হিন্দু,বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুযশা চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু সুফিয়ান, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এসএম রাশেদ, পূর্ব সাতবাড়ীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, শিক্ষক অরুন দত্ত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তরুণ সংঘের সভাপতি সাবেক মেম্বার বাদল দাশ,সহ-সভাপতি পল্লী চিকিৎসক অরুন কান্তি দাশ, প্রদীপ কান্তি দাশ, উত্তম দাশ প্রমুখ।

রত্না গর্ভা মা হিসেবে সুপ্তা রানী দাশ, সংর্বধিত অতিথি হিসেবে শ্রীমতি প্রিয়া দাশ শান্তা, উপজেলার শ্রেষ্ট জয়িতা হিসেবে আরতি ঘোষ, অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ সোলাইমান, বাবু বিষ্ণুযশা চক্রবতী, ইন্দ্রজিৎ চক্রবর্তীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পরিচালনা কমিটি।