শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি জসিম উদ্দিনকে সংবর্ধনা রাউজান প্রেসক্লাবের

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

প্রদীপ শীল, রাউজান

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রেখেছেন। অবদান রাখছেন সামাজিক ও মানবিক কর্মকান্ডে। তাদের মধ্যে ওমান প্রবাসী রাউজানের সন্তান ছৈয়দ জসিম উদ্দিন অন্যতম। তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্যাটাগড়িতে সিআইপি মনোনীত করেছেন। সম্প্রতি প্রবাসী ও বৈদেশীক মন্ত্রনালয় তাকে সনদ ও মেডেল উপহার দিয়ে সিআইপির স্বীকৃতি দিয়েছেন।

গর্বিত রেমিন্টেন্স যোদ্ধা সিআইপি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন দেশ বিদেশে ব্যাপক অবদানের জন্য সংবর্ধনা দিয়েছেন রাউজান প্রেসক্লাব। গত ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাউজান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিআইপি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম,

প্রধান বক্তা ছিলেন মানবিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, বক্তব্য রাখেন রাউজান উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন খান, পৌর কৃষক লীগের সহ সভাপতি এমএন আছার, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, সংগঠক শাহারিয়ার হাসান সাকিব, মোহাম্মদ নাহিদ প্রমুখ।