এসএম রাশেদ
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে একটি প্রাইভেট স্কুলে কোচিং করতে যাওয়ার পথে বাসের চাপায় আপন ভাইবোনসহ ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে ১জন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর বাসষ্টেশনে ১৩ মার্চ (বৃহস্পতিবার ) সকাল সাড়ে ৮টায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ও শিক্ষার্থীরা দীর্ঘ ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাস্তায় ব্যারিকেট দিলে উভয় পাশের শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী,থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্দ জনতার দাবী মেনে নিলে পরে তারা তাদের অবরোধ তুলে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোহাজারী পাঠশালা স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী অটোরিক্সা যোগে কোচিংয়ে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর বাসষ্টেশনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী একটি পূববী গাড়ী পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে রিক্সাটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলে ৭ম শ্রেণীর ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২) ও রিক্সাচালক রুহুল আমিন (৪৫) নিহত হন। ৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫) উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুত্বর আহত অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা যায়। নিহত আদিল ও উম্মে হাবিবা রিজভী আপন ভাই বোন ও উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার জসিম উদ্দীনের সন্তান। নিহত রিক্সা চালক রুহুল আমিন ওই এলাকার মৃত আমানত উল্লাহর পুত্র। আহত শিক্ষার্থী তুশিন একই এলাকার আবদুল্লার কন্যা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দোহাজারী পাঠশালা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের স্পেশাল ক্লাসে রিক্সা যোগে বাড়ী থেকে আদিব ও তার বোন রিজভী এবং তাদের সহপাঠি তুহিনসহ স্কুলে যাওয়ার পথে দোহাজারী বাসষ্টেশনে পৌঁছলে পিছন থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী পূরবী গাড়ী ধাক্কা দিলে এ ঘটনাটি ঘটে। ব্যবসায়ী জসিমের ৩ সন্তানের মধ্যে নিহত রেজভী ১ম সন্তান, ও আদিল ২য় সন্তান। নিহত রিক্সা চালক রুহুলের ৬টি কন্যা সন্তান রয়েছে। রুহুলের পরিবারে ছিল তিনি একমাত্র আয় উপার্জন ব্যক্তি। একই এলাকায় ৩জনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।