চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী দোহাজারী জামিজুরী আহমদুর রহমান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ ইফতিয়ার উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য মাধবী লতা দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃর্তক মনোনীত অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও পদাধিকারবলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলম কে সদস্য সচিব করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর নির্দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী তা অনুমোদন করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ২৭/১২/২০২৫ইং ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে অনুমিত জারি করা হয়।
এ এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে।