1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

দোহাজারী-চট্টগ্রাম রেল লাইনে ডেমুট্রেনের উদ্বোধন করলেন- মন্ত্রি সুজন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৭ Time View


চন্দনাইশ প্রতিনিধি


রেলওয়েমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বি.এন.পি, জামাত ও রাজাকারের দল তারা দেশের উন্নয়ন চায় না। স্বাধীনতার এত বছর পরও এরা দেশের উন্নয়ন ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনার হাতে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পথ হারাবে না বাংলাদেশ। সরকার পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালাচ্ছেন। তাই তার দরকার সোনার বাংলার সোনার মানুষ। মানুষকে আত্মপরিশ্রমী হতে হবে। দেশের উন্নয়ন সাধন করতে হবে। এজন্য বেশী পরিশ্রম প্রয়োজন । যে জাতি যত বেশী পরিশ্রমী তত বেশী উন্নত। বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। রেলওয়ে ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার সুপরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়ার ফলে আজ রেলের ব্যাপক উন্নয়ন হচ্ছে। যার ফলে ভবিষ্যতে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ ভারত, মায়ানমার, থাইল্যান্ডসহ অন্যান্য দেশের রেলওয়ের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হবে। এজন্য সরকারের যোগোপযোগী পরিকল্পনা এগিয়ে চলছে। আগামী ২২ সালের ডিসেম্বর মাসে চট্টগ্রাম-কক্সবাজার-গুনধুম পর্যন্ত রেল যোগাযোগ পুরোদমে চালু হবে। অনুষ্ঠানে তিনি আরো বলেন, দোহাজারীর রেল যাত্রীরা এতদিন মান্ধাতার আমলের একটি লোকাল ট্রেনে যাতায়াত করলেও প্রথমবারের মত পেতে যাচ্ছে নতুন একটি ডেমু ট্রেন যার ফলে দোহাজারী-চট্টগ্রাম রেলনাইনে ৩টি ট্রেন আসা যাওয়া করবে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহাজারী রেলওয়ে স্টেশনে এই রুটে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

বিভাগীয় প্রকৌশলী (পূর্ব) আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মোঃ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) জাহাঙ্গীর হোসেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সরকার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি আব্দুল হালিম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশিরউদ্দিন খান মুরাদ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইকবাল হোসেন, যুবলীগ উপজেলা যুবলীগের সদস্য আলহাজ্ব লোকমান হাকিম,দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক মনছুর আলী ফয়সাল, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, যুবলীগনেতা জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন হিরু, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মানিকসহ আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ দোহাজারীর সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, ডেমু ট্রেনটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭ টায় পটিয়া ছেড়ে সকাল ৯ টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫ টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। সেখানে সন্ধ্যায় সাড়ে ৭টায় পৌঁছে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০ টা ৪০ মিনিটে। ট্রেনটি পথে হাশিমপুর, কাঞ্চননগর, খাঁনহাট, খরনা, চক্রশালা, পটিয়া, খানমোহনা, ধলঘাট, বেঙ্গুরা, গোমদন্ডী, ষোলশহর স্টেশনে থামবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com