মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪


চন্দনাইশ প্রতিনিধি


চন্দনাইশ উপজেলার দূর্গম ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির। বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইছহাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এড. বিশ্বমিত্র বড়ুয়া, অভিভাবক সদস্য জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য জয়সেন বড়ুয়া, অভিভাবক সদস্য যথাক্রমে মোস্তাক আহমদ, জয়নাল আবেদীন, আলীম্বর হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হয় না। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তথ বেশী উন্নত। দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান করেন বক্তারা ।