1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

নগরীতে ভ্রাম্যমান অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৬৪৩ Time View

আজ সকাল ১০ ঘটিকা থেকে বেলা ৩ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বাকলিয়া থানাধীন কর্ণফুলী নতুন ব্রিজে ৯ জন যাত্রীসহ ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসকে আটক করে চালককে ৩০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। একই জায়গায় সাধারণ যাত্রী পরিবহন করায় একজন প্রাইভেট কার চালককে ১০০০ টাকা, একজন প্রাইভেট সিএনজি চালককে ৫০০ টাকা এবং রাহাত্তারপুল এলাকায় একজন মোটরসাইকেল চালককে শারীরিক দূরত্ব না মানায় ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পৃথক চারটি মামলায় মোট ৪৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পরিচালিত ভ্রাম্যমান আদালত। অন্যদিকে মহানগরীর পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ জনগণ,দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান সকালে হালকা বৃষ্টি থাকায় পতেঙ্গা সি বিচ এলাকায় লোক সমাগম খুবই কম ছিলো। এসময় স্বাস্থ্যবিধি না মানায় এক মিনিবাসকে ৫০০ টাকা এবং মূল্যতালিকা প্রদর্শণ না করায় এক করায় একটি দোকানকে ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এছাড়া সিটি গেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রের সুরাইয়া ইয়াসমিন পরিচালিত ভ্রাম্যমান আদালত দুটি মাইক্রোবাস চালককে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী বহণ করায় ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

২০২০.৩০.০৫,৮:৩০পিএম



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com