বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

নন্দীপাড়া কালী মন্দিরের প্রাচীন নাম পরিবর্তন করায় ক্ষোভঃ পূজা কমিটি ও মন্দির কমিটি ফেইজবুকে ঝড়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মার্চ, ২০২১

রাউজান প্রতিনিধিঃ
রাউজানে জমিদার ছত্রনারায়ণ নন্দী কর্তৃক প্রতিষ্ঠিত নন্দী পাড়া শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির এর নাম পরিবর্তন করায় রাউজান উপজেলা পূজা উদযাপন তীব্র নিন্দা জানিয়েছেন। জানা যায়, ২৮৫ বছর আগের ব্রিটিশ আমলে প্রাচীন এই মন্দিরটি নির্মিতি হয়। কালের পরিক্রমায় স্থানীয় লোকজনের আর্থিক সহযোগিতায় মন্দিরটি দৃষ্টিনন্দন রূপ পায়। সম্প্রতি ছত্রনারায়ণ নন্দী জমিদারের ওয়ারিশ গন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরীকে প্রাচীন নাম পরিবর্তন করায় ক্ষোভ জানিয়ে ও প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ প্রদান করে। তিনি লিখিত অভিযোগের ভিক্তিতে নন্দী পাড়া কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি/ সম্পাদককে নিকট মন্দিরের নাম পরিবর্তনের কারণ জানতে চান। সভাপতি/সম্পাদক এসময় পূর্বের নাম ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতিবন্ধ হয় উপজেলা পূজা কমিটির সভাপতির নিকট। কিন্তু দীর্ঘ চার মাস পরও মন্দিরের সাইন বোর্ড পরিবর্তন না করায় উপজেলা পূজা কমিটির পক্ষ থেকে সংশোধিত নতুন একটি ব্যানার টাঙ্গানো হয়। স্থানীয়রা জানান, পূজা কমিটির টাঙ্গানো ব্যানারটি কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজু দাশের নেতৃত্বে ছিঁড়ে ফেলা হয়। এরপর মন্দির পরিচালনা কমিটির সাথে উপজেলা পূজা উদযাপন কমিটির মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে রাউজান উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি প্রিয়তোষ চৌধুরীর নেতৃত্বে পরিবর্তন করা ডিজিটাল সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দাশ গুপ্ত লিখেন একজন ইউপি চেয়ারম্যান তাকে হত্যার হুমকী দিয়েছেন। সাথে সাথে স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ঝড় তুলেন। রাউজানে কোন ইউপি চেয়ারম্যান হত্যার হুমকী দিয়েছে এমন তথ্য জানার জন্য ২০ মার্চ সারাদিন স্থানীয়দের কথা বলে জানার চেষ্টা করেন সাংবাদিকরা। হত্যার হুমকী প্রসঙ্গে, কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত জানান, সব মন্দিরের নামের পরে ঠিকানা থাকে। ইউপি চেয়ারম্যান বহিরাগত লোকজন দিয়ে মন্দিরের সাইনবোর্ড ভাংচুর করে এবং আমাকে হত্যার হুমকী প্রদান করেন। মন্দির নিয়ে উনি নাগ গলানোর কে? তিনি জানান, হুমকীর ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। এ প্রসঙ্গে রাউজান উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান, সম্প্রতি মন্দির প্রতিষ্ঠাতা ছত্রনারায়ণ নন্দী জমিদারের ওয়ারিশ গন পূজা কমিটির সভাপতি হিসাবে আমাকে লিখিত অভিযোগ দিলে আমি বার বার চেষ্টা করেছি প্রাচীন মন্দিরের সঠিক নামটি ফিরিয়ে আনার। কিন্তু মন্দির কমিটির সভাপতি/সম্পাদক পূজা কমিটিকে অবজ্ঞা করেছেন। তারা উপজেলা পূজা কমিটির ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। তাদের সাহস দেখে আমি অবাক হই। নিরুপম দাশ গুপ্ত একজন সাংবাদিক। সাংবাদিক হিসাবে তার সাথে আমার কোন বিরোধ নেই। রাউজানের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর সাথে আমি পূজা কমিটির সভাপতি হিসাবে আমার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমি ধর্মীয় প্রতিষ্ঠানের কোন্দল ও মন্দির প্রতিষ্ঠাতাদের দীর্ঘদিনের চাপা ক্ষোভ নিরসনে সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালন করেছি। একজন ইউপি চেয়ারম্যান হিসাবে নয়। কিন্তু নিরুপম দাশ গুপ্ত একজন ইউপি চেয়ারম্যান হত্যার হুমকী দিয়েছে বলে ফেইজবুকে স্ট্যাটাস দিয়ে কি প্রমাণ করতে চেয়েছে আমার জানা নেই। একজন শিক্ষিত সাংবাদিকের আচরণ হাস্যকর। এমন আচরণে রাউজানের সনাতনী সম্প্রদায় ক্ষুব্ধ হয়েছেন। সারা রাউজানের মানুষ প্রতিবাদ ও ঘৃণা জানিয়েছেন।